Monday, January 12, 2015

জুম’আর ফযীলত :-

জুম’আ ফাঁকি দিলে নিজেই ফাঁকে পড়বেন ۩

ණআবদুল্লাহ ইবনে ইউসুফ (রঃ) আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ( সাﷺ ) বলেছেন

(১) যে ব্যক্তি জুম’আর দিন জানাবাত গোসলের ন্যায় গোসল করে এবং সালাতের জন্যে আগমন করে সে যেন, একটি উট কুরবানীর
করল।

(২) যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সে যেন, একটি গাভী কুরবানী করল।
(৩) তৃতীয় পর্যায়ে যে আগমন করে সে যেন একটি শিং বিশিষ্ট দুম্বা কুরবানী করল।
(৪) যে চতুর্থ পর্যায়ে আগমন করল সে যেন একটি মুরগী কুরবাণী করল।
(৫) পঞ্চম পর্যায়ে যে আগমন করল সে যেন একটি ডিম কুরবানী করল।
পরে ইমাম যখন খুৎবা প্রদানের জন্যে বের হন তখন ফিরিশতাগন যিকর শোনার জন্যে হাজির হয়ে থাকেন।

(সহীহ বুখারী শরীফঃ- ৮৩৭ )

No comments:

Post a Comment

বিপদে আপদের সময় যেসব দোয়া পড়বেনঃ

বিপদ-মসিবতে পাঠ করার জন্য কতিপয় দোয়া  এবং এর জন্য আমল: ♦১) উম্মে সালমা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ( সাল্লাল্লাহু আলাইহি ও...