আল আসমাউল হুস্না মহান আল্লাহ্ পাক উনার সুন্দরতম নাম সমূহ
الْحَمْدُ لِلَّـهِ رَبِّ الْعَالَمِينَ
অর্থ: সমস্ত প্রশংসা যিনি সমস্ত জগতের মহান প্রতিপালক আল্লাহপাক উনার উদ্দেশ্যে নিবেদিত। [১:১]
(حمد) হামদ অর্থ প্রশংসা। সাধারন প্রশংসাকে আরবী ভাষায় (مدح) মাদাহ বলে। আর হামদ বলে খাস বা চরম প্রশংসাকে। হামদ শব্দ দ্বারা যে প্রশংসা করা হয় তা এক আল্লাহপাক উনার জন্যই খাস, হামদ শব্দটি অন্য কারো প্রশংসার্থে ব্যবহার করা যায় না। দুনিয়া যাহানে যা কিছু সৌন্দর্য, মাধুর্য, যা কিছু পূর্ণবীরত্ব, উৎকৃষ্টতা, যা কিছু মহত্ব, অনুগ্রহ, উপকারিতা আছে সকলের মূল উৎপত্তি স্থান যেখানে, সকলেরই মূল অধিকারী যিনি; প্রকৃত প্রস্তাবে পূর্ণ সম্ভব, পূর্ণ ভক্তি, শ্রদ্ধা ও পূর্ণ প্রশংসার যোগ্য তিনিই- এটাই হামদ শব্দ দ্বারাই প্রকাশ পায়।
বান্দা কিভাবে মহান আল্লাহপাক উনার প্রশংসা করবে, কোন ভাষায় প্রশংসা করবে? আর তাই আল্লাহপাক কালাম পাক উনার মধ্যে ইরশাদ মুবারক করেন:
وَلِلَّـهِ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ فَادْعُوهُ بِهَا
অর্থ: “মহান আল্লাহপাক উনার জন্য রয়েছে সুন্দরতম নাম সামূহ, কাজেই সে নাম ধরেই উনাকে ডাক।” [৭:১৮০]
মহান আল্লাহ পাক উনার অগনিত ছিফত (গুণ) মুবারক এবং উনার অগনিত প্রশংসা সূচক নাম মুবারক রয়েছে। কতটুকু আর বান্দার ধারন ক্ষমতার মধ্যে রয়েছে। বান্দার ধারন ক্ষমতা অনুযায়ী কালামপাক উনার মধ্যে আল্লাহপাক উনার ৯৯ সংখ্যক সম্মানিত ছিফতী (গুণগত) নাম মুবারক উল্লেখ হয়েছে, যে সমস্ত সম্মানিত নাম মুবারক উনাদের উচ্চারন দ্বারা বান্দা খলিক, মালিক, রব, মহান আল্লাহপাক উনার সন্তুষ্টি মুবারক অর্জন করতে পারে।
আল্লাহপাক উনার ৯৯ সংখ্যক নাম মুবারক
১। الله আল্লাহু।
২। الرحمن আর রহমানু- মহান আল্লাহ পাক দয়াময় (সবার প্রতি)।
৩। الرحيم আররাহীমু – ঐরূপ (মুমীনের প্রতি)।
৪। الملك আলমালিকু – মহান আল্লাহ পাক তিনি সর্বপ্রকার তাছাররুফ করবার অধিকারী বাদশাহ।
৫। القدرس আল কুদ্দুসু- মহান আল্লাহ পাক তিনি পবিত্র বাদশাহ।
৬। السلام আসসালামু – মহান আল্লাহ পাক তিনিই শান্তি।
৭। المؤمن আল মুমিনু – মহান আল্লাহ পাক তিনিই নিরাপত্তা দানকারী বাদশাহ।
৮। المهيمن আল মুহাইমিনু -মহান আল্লাহ পাক তিনিই রক্ষণাবেক্ষণকারী বাদশাহ।
৯। العزيز আল আযীযু – মহান আল্লাহ পাক তিনিই প্রকৃত সম্মানী, প্রকৃত প্রভাবশালী বাদশাহ।
১০। الجبار আল জব্বারু – মহান আল্লাহ পাক তিনিই একমাত্র শক্তিমান বাদশাহ।
১১। المتكبر আল মুতাকাব্বারু – মহান আল্লাহ পাক তিনিই প্রকৃত সর্বোপরি শক্তিমান।
১২। الخا لق আল খালেক্বু – মহান আল্লাহ পাক তিনিই দেহের সৃষ্টিকর্তা।
১৩। البارى আল বারিয়ু – মহান আল্লাহ পাক তিনিই আত্মার সৃষ্টিকর্তা।
১৪। المصور আল মুছাওয়েরু – মহান আল্লাহ পাক তিনিই আকারদাতা।
১৫। الغفار আল গাফফারু – মহান আল্লাহ পাক তিনিই অনেক বেশী ক্ষমাকারী।
১৬। القهار আল ক্বাহহারু- মহান আল্লাহ পাক তিনি সকলের উপর প্রভাব বিস্তারকারী সর্বশক্তিমান।
১৭। الوهاب আল ওয়াহহাবু – মহান আল্লাহ পাক তিনি অত্যন্ত বেশী ক্ষমাকারী।
১৮। الرزاق আররাযযাক্বু – মহান আল্লাহ পাক তিনিই রুযী দানকারী।
১৯। الفتاح আল ফাত্তাহু – মহান আল্লাহ পাক তিনিই সকলের বন্ধ দরওয়াজা খুলে দেন।
২০। العلم আল আলীমু – মহান আল্লাহ পাক তিনিই সর্বজ্ঞ।
২১। القابض আল কাবেযু- মহান আল্লাহ পাক তিনিই বন্ধ করনেওয়ালা।
২২। الباسط আল বাছেতু – তিনিই প্রশস্তকারী।
২৩। الخافض আল খাফেযু – তিনি অবনত দানকারী।
২৪। الرافع আর রাফেয়ু – তিনি উন্নতি দানকারী।
২৫। المعز আল মুয়েযযু – তিনিই ইযযত দানকারী।
২৬। المذل আল মুযেল্লু – তিনিই ইযযত ও সম্মান হরণকারী।
২৭। السميع আস সামীয়ু- মহান আল্লাহ পাক তিনি সর্বশ্রোতা।
২৮। البصير আল বাছীরু – মহান আল্লাহ পাক তিনি সর্বদ্রষ্টা।
২৯। الحكم আল হাকামু – মহান আল্লাহ পাক তিনি আসল হুকুম দাতা ও আইনপ্রণেতা।
৩০। العدل আল আদলু – মহান আল্লাহ পাক তিনি তার হুকুমে ন্যায়পরায়ন ও ন্যায় বিচারক।
৩১। اللطبف আল লাতীফু – মহান আল্লাহ পাক তিনি সুক্ষ্ম তদবীর জাননেওয়ালা।
৩২। الخبير আল খাবেরু – গোপন ভেদ জাননেওয়ালা।
৩৩। الحليم আল হালীমু – মহান আল্লাহ পাক তিনি অত্যন্ত কষ্টসহিষ্ণু, অত্যন্ত ধৈর্যশীল।
৩৪। العظيم আল আযীমু – মহান আল্লাহ পাক তিনি অতি মহান।
৩৫। الغفور আল গফুরু -মহান আল্লাহ পাক তিনি ক্ষমাশীল।
৩৬। الشكور আশ শাকুরু – মহান আল্লাহ পাক তিনি কৃতজ্ঞের উপর সন্তুষ্ট।
৩৭। العلى আল আলিয়্যূ – মহান আল্লাহ পাক তিনি মহান।
৩৮। الكبير আল কাবীরু – তিনি অতি বড়। ৩৯। الحفيظ আল হাফীযু – মহান আল্লাহ পাক তিনিই সারা বিশ্বের রক্ষনাবেক্ষনকারী।
৪০। المقيط আল মুক্বীতু – মহান আল্লাহ পাক তিনিই সকলের রুযীদাতা।
৪১। الحسيب আল হাসীবু- মহান আল্লাহ পাক তিনিই সকলের হিসাব গ্রহণকারী।
৪২। الجليل আল জালীলু- মহান আল্লাহ পাক তিনি অত্যন্ত মর্যাদাশীল।
৪৩। الكريم আল কারীমু -মহান আল্লাহ পাক তিনি অত্যন্ত দয়ালু।
৪৪। لرقيب আল রাক্বীবু- মহান আল্লাহ পাক তিনি সকলের সকল অবস্থা জানেন।
৪৫। المجيب আল মুজীবু – মহান আল্লাহ পাক তিনিই সকলের সকল প্রার্থনা ও ক্রন্দন শ্রবণ করেন।
৪৬। الراسع আল ওয়াসেউ – মহান আল্লাহ পাক উনার ক্ষমতা, ধনভান্ডার অসীম।
৪৭। الحكيم আল হাকীম – মহান আল্লাহ পাক উনার জ্ঞান সবচেয়ে পরিপক্ক।
৪৮। الوادود আল ওয়াদুদ – মহান আল্লাহ পাক তিনিই প্রেমময়।
৪৯। المجيد আল মজীদু – মহান আল্লাহ পাক তিনি অত্যন্ত মর্যাদাশালী।
৫০। لاباعث আলবায়েছু- মহান আল্লাহ পাক তিনিই মানুষকে পরকালে পুর্ণজীবন দানকারী।
৫১। لاشهيد আশশাহীদু- মহান আল্লাহ পাক তিনিই সকলের সকল কাজের চাক্ষুসদর্শী সাক্ষী।
৫২। الحق আল হাক্কু- মহান আল্লাহ পাক তিনিই আসল সত্য।
৫৩। الوكيل আল ওকীলু- মহান আল্লাহ পাক তিনিই সকলের সকল কাজ সমাধানকারী।
৫৪। القوى আল ক্বাবিয়্যু- মহান আল্লাহ পাক তিনিই শক্তিশালী।
৫৫। المتين মহান আল্লাহ পাক তিনিই অটুট।
৫৬। الولى আল ওলিয়্যু- মহান আল্লাহ পাক তিনিই প্রকৃত বন্ধু।
৫৭। الحميد আল হামীদ- মহান আল্লাহ পাক তিনিই সর্বগুণাকর।
৫৮। المحصى আল মুহছী – মহান আল্লাহ পাক তিনিই বিচারের জন্য সূক্ষ্ম হিসাবকারী।
৫৯। المبدى আল মুবদিউ – মহান আল্লাহ পাক তিনিই সকলের প্রথম সৃষ্টিকর্তা।
৬০। المعيد আল মুয়ীদু – মহান আল্লাহ পাক তিনিই মৃত্যুর পর পুনরায় জীবনদান করেন।
৬১। المحيى আল মুহয়ী – মহান আল্লাহ পাক তিনিই জীবনদাতা।
৬২। المميت আল মুমীতু – মহান আল্লাহ পাক তিনিই মৃত্যুদাতা।
৬৩। الحى আল হাইয়্যু – চিরজীবন্ত।
৬৪। القيوم আল ক্বাইয়্যুম – মহান আল্লাহ পাক তিনি সমস্ত সৃষ্টির কারক, ধারক, বাহক।
৬৫। الواجد আল ওয়াজেদু – মহান আল্লাহ পাক তিনিই প্রকৃত ধনী।
৬৬। الماجد আল মাজেদু – মহান আল্লাহ পাক তিনিই প্রকৃত সম্মানী।
৬৭। الواحد আল ওয়াহেদু – মহান আল্লাহ পাক তিনি এক।
৬৮। الصمد আছছামাদু – মহান আল্লাহ পাক উনার কোন অভাব নাই, তিনি সকলের অভাব মোচনকারী।
৬৯। القادر আল ক্বাদেরু – মহান আল্লাহ পাক তিনি সর্ব শর্ক্তিমান।
৭০। المقتدر আল মুক্বতাদিরু- মহান আল্লাহ পাক তিনি সর্ব ক্ষমতাবান
৭১। المقدم আল মুক্বাদ্দেমু – মহান আল্লাহ পাক তিনিই কাউকে অগ্রগামী করেন।
৭২। الموخر আল মুয়াখখেরু – মহান আল্লাহ পাক তিনিই কাউকে পশ্চাদ ধাবনকারী করেন।
৭৩। الاول আল আউয়ালু – মহান আল্লাহ পাক তিনিই আদি অগ্রগামী।
৭৪। الاخر আল আখেরু – মহান আল্লাহ পাক তিনিই অন্ত।
৭৫। الظاهر আযযাহেরু – মহান আল্লাহ পাক তিনি প্রকাশ্য।
৭৬। الباطن আল বাতেনু – মহান আল্লাহ পাক তিনি গোপন।
৭৭। الوالى আল ওয়ালি – মহান আল্লাহ পাক তিনিই সকলের ওপর সর্বপ্রকার অধিকার বিস্তারকারী মালিক মোখতার।
৭৮। المتعالى আল মোতাআলী – মহান আল্লাহ পাক তিনিই সর্বোপরি ক্ষমতাশীল।
৭৯। البر আল বাররু- মহান আল্লাহ পাক তিনিই পরম উপকারী।
৮০। التواب আততাওয়্যাবু- মহান আল্লাহ পাক তিনিই তওবার তওফীক দানকারী, মহান আল্লাহ পাক তিনিই তওবা কবুল ও তওবা গ্রহণকারী।
৮১। المنتقم আল মুনতাক্বিমু- মহান আল্লাহ পাক তিনিই শাস্তিদানকারী।
৮২। العفو আল আফুব্বু- মহান আল্লাহ পাক তিনি ক্ষমাকারী।
৮৩। الرؤف আররাউফু- মহান আল্লাহ পাক তিনি অত্যন্ত সদয়।
৮৪। مالك الملك মালেকুল মুলকে- মহান আল্লাহ পাক তিনিই সমস্ত বিশ্বের মালিক।
৮৫। ذوالجلال والأكرام যুলজালালে ওয়াল ইকরাম- মহান আল্লাহ পাক তিনিই সমস্ত প্রভাব প্রতিপত্তি ও মর্যাদার মালিক।
৮৬। المقسط আল মক্বছিতু- মহান আল্লাহ পাক তিনি ন্যায় বিচারক।
৮৭। الجمع আল জামেউ- মহান আল্লাহ পাক তিনিই হাশরের ময়দানে সকলকে একত্রিত করবেন।
৮৮। الغنى আল গানিয়্যু- মহান আল্লাহ পাক তিনিই প্রকৃত ধনী।
৮৯। المغنى আল মুগনি- মহান আল্লাহ পাক তিনিই যাকে ইচ্ছা ধনী বানান।
৯০। المانع আল মানেউ- মহান আল্লাহ পাক তিনি যাকে ধনী বানাতে চান না তাকে কেহ ধনী বানাতে পারে না।
৯১। الضار আদ্দারু- অনিষ্টের মালিকও মহান আল্লাহ পাক তিনি।
৯২। النافع আন্নাফেউ- ইষ্টের মালিকও মহান আল্লাহ পাক তিনি।
৯৩। النور আননুরু- সমস্ত আলোর মালিক এক মহান আল্লাহ পাক তিনি।
৯৪। الهادى আল হাদী- সমস্ত হেদায়েতের মালিক এক মহান আল্লাহ পাক তিনি।
৯৫। البديع আল বাদীউ- বিনা উপায় উপকরণে, বিনা উপাদানে সৃষ্টিকর্তা এক মহান আল্লাহ পাক তিনি।
৯৬। الباقى আল বাক্বী- সমস্ত সৃষ্টিই ধ্বংস হয়ে যাবে।
৯৭। الوارث আল ওয়ারেসু- সকলের সকল সম্পত্তির উত্তরাধিকারী হবেন এক মহান আল্লাহ পাক তিনি।
৯৮। الرشيد আররাশীদু- সর্বক্ষেত্রে সত্য ন্যায় ও হকের উপর আছেন মহান আল্লাহ পাক তিনি। মহান আল্লাহ পাক উনার ইচ্ছায় মহান আল্লাহ পাক তিনি সর্বক্ষেত্রে কামিয়াব।
৯৯। الصبور আছছাবুরু- মহান আল্লাহ পাক উনার ধৈর্য অসীম।
সুবহানাল্লাহ্ !!!
No comments:
Post a Comment